Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Future plan

উপজেলা নির্দেশিকা হালনাগাদকরণের জন্য নিয়মিত উপজেলার মাঠ জরিপ এবং উপজেলা নির্দেশিকা প্রণয়ন ও মুদ্রণ কার্যক্রম অব্যাহত রাখা। সুষম সার ব্যবহারের জন্য কৃষকের মাঝে ওএফআরএস ভিত্তিক এবং অফলাইন (উপজেলা নির্দেশিকা/ইউনিয়ন সহায়িকা/মৃত্তিকা নমুনা বিশ্লেষণের তথ্য-উপাত্ত ব্যবহার করে) ভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা।মৃত্তিকা ও সার ব্যবস্থাপণা বিষয়ক কৃষক ও কৃষি কর্মীদের প্রশিক্ষণ অব্যাহত রাখা। আইসিটি ব্যবহার সম্প্রসারণের মাধমে সেবা সহজীকরণ এবং অনলাইন সেবার মান বিস্তৃত করা।


২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • উপজেলা নির্দেশিকা হালনাগাদকরণের জন্য মাঠ জরিপ - ৬ টি উপজেলা।
  • জরিপকৃত উপজেলার হালনাগাদকৃত খসড়া উপজেলা নির্দেশিকা প্রণয়ন - ৬ টি।
  • ইউনিয়ন ভিত্তিক ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) মুদ্রণ - ২৪ টি ।
  • মৃত্তিকা ও সার ব্যবস্থাপণা বিষয়ক দক্ষতা উন্নয়ন, কৃষক ও কৃষি কর্মিদের প্রশিক্ষণ - ১০০০ জন।
  • সুষম সার ব্যবহারের জন্য কৃষকদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ- ২৩০০ টি।
  • মৃত্তিকা ব্যবস্থাপনায় সুষম সার ব্যবহার প্রযুক্তির ফিল্ড ট্রায়াল স্থাপন-১২ টি।
  • অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদনের বেসিক গবেষণা ট্রায়াল-৯ টি।
  • অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদনের এডাপটিভ ট্রায়াল-১০০ টি।